কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই চালক নিহত ও অপর চারযাত্রী আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সোমবার (১১ মার্চ) খুব ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় ও সকাল সাড়ে ৯টায় একই সড়কের ধুসর ব্রীজের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার রায়গ্রামের ইউসুফমোল্লার ছেলে প্রাইভেটকার চালক সোহাগ মোল্লা (২৫) ও ভ্যান চালক রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে কুদ্দুছ মোল্লা ( ৪৭)।
কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে পিরোজপুরগামী প্রাইভেটকার চালক দ্রæতগতিতে বেপরোয়া গাড়ী চালাচ্ছিল। ফলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা লাগায়।এতে প্রাইভেটকারের চালক সোহাগ মোল্লা (২৫) ঘটনাস্থলেই নিহত হন । এসময় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ যাত্রী আহত হন। আহতদেরকে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসাদেয়া হচ্ছে।।
অপদিকে, একই সড়কে সকাল সাড়ে ৯টার দিকে ধুসর ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের চালক কুদ্দুছ মোল্লা (৫৫) মারাত্মক আহত হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোলণা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply