মুকসুদপুর প্রতিনিধিঃ
নিখোঁজের এক মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে নিখোঁজ ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ৷
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃত মরদেহটি পাশ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা থানার শাহআলমের ছেলে আকাশ (১৭)।
পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় একটি বস্তা বেরিয়ে আসে৷ বস্তা থেকে পঁচা গন্ধ বের হলে তারা থানায় খবর দেয়। পরে মুকসুদপুর থানা বস্তাটি পুকুর পাড়ে এনে মুখ খুলে একটি মরদেহ দেখতে পায়। পরের নিখোঁজ ব্যক্তির পরিবারে খবর দিলে তারা জামাকাপড় দেখে লাশ শনাক্ত করে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুয়ারীডাঙ্গার একটি পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে খুনের আসল রহস্য যানাযাবে৷ তদন্ত পূর্বক এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply