টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নব নিযুক্ত হিসাব মহানিয়ন্ত্রক (জিজিএ) আবুল কালাম আজাদ।তিনি শুক্রবার (২ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে মহান নেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
পবিত্র ফাতেহাপাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে ঘাতকের বুলেটে শাহাদাৎ বারণকারী শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নব নিযুক্ত হিসাব মহানিয়ন্ত্রক (জিজিএ) আবুল কালাম আজাদ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION