কালের খবরঃ
গোপালগঞ্জে চাঞ্চল্যকর পূঁজারী হত্যা মামলার প্রধান আসামীকে দীর্ঘ চার মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ২৯ফেব্রুয়ারী) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে শুক্রবার (১ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। নিহত পুঁজারী রণজিৎ রায় (৭৫) গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামের বাসিন্দা। আর গ্রেপ্তারকৃত মিল্টন খান পুঁজারী হত্যা মামলার প্রধান আসামী ও ডাকাতি সহ ১৮ মামলার আসামী বলে পুলিশ জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পুখুরিয়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার কওে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গেল বছর ১২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চোখে টর্চ লাইটের আলো পড়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাই মিল্টন খান এবং শিপন খান নৃশংসভাবে হত্যা করে রণজিৎ রায়কে।এই হত্যাকান্ডের ঘটনাটি ছিল ২০২৩ সালের দূর্গাপূর্জার মাত্র কয়েক দিন আগে। এই নিয়ে স্থানীয়দের মনে বেশ ভীতি ও উৎকন্ঠা ছিল।
হত্যাকান্ডের ঘটনার পরপরই আসামী মিল্টন খান এবং শিপন খান পালিয়ে যায়। দীর্ঘদিন নানা প্রযুক্তি ব্যবহার করে শেষ পর্যন্ত পূঁজারী রনজিৎ রায় হত্যাকান্ডের প্রধান আসামী মিল্টন খানকে পুলিশ গ্রেপ্তার করে। অন্যদের ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design & Developed By: JM IT SOLUTION