কালের খবরঃ
গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।
“করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার ( ১ মার্চ) সকাল ১০টায় জেলা সার্কিট হাউজের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসক কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন।
এসময় বীমার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জীবন ও জীবিকা নির্বাহের সামর্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। জীবনের জন্য একটি বীমা নিরাপত্তা নিয়ে রাখাই বিচক্ষণতার কাজ। কারণ, বীমা প্রিয়জনদের জন্য এমন একটি আর্থিক সুরক্ষা নিশ্চিত করে, যা প্রয়োজনের সময়ে আপনার এবং আপনার প্রিয়জনদের সহায়ক হয়ে দাঁড়ায়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply