কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেছার উদ্দিন তালুকদার স্কুল এ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র কল্যান সমিতির আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নেছার উদ্দিন তালুকদার স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খাঁন।নেছার উদ্দিন তালুকদার স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস, এ্যাডভোকেট মোল্লা কামাল উদ্দীল,ফরিদ আহম্মেদ শিকদার,হাবিবুর রহমান মুকুল ও প্রমুখ বক্তব্য রাখেন।
কোটালীপাড়ার সিতাই কুন্ডু নেছার উদ্দিন তালুকদার স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে গ্রামের অসচ্ছল ও সুবিধা বঞ্চিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী ডা. সঙ্গীতা সরকার , শেখ শায়েরা খাতুন মেডিকেলের সহকারী অধ্যাপক এ্যানেসথেসিওলজী বিভাগ ডা. পরেশ চন্দ্র হালদার, ঢাকা এমএসিপি (আমেরিকা) কনসালট্যান্ট জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন) এমডি (কার্ডিওলজি) ডা. সুশীল কুমার বাগচী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহকারী রেজিস্ট্রার বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস পার্ট ২ (সার্জারি) ডা. সোহাগ হাওলাদার, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার এমবিবিএস (ডিইউ) ডা. নাইসা জাহান সুমি।নেছার উদ্দিন তালুকদার স্কুল এ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান মনিরের সার্বিক তত্বাবধানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সভাপতি হাইজুল ইসলাম।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply