হাফিজুর রহমানঃ
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) নির্বাচনে ড. আরেফিন-ববী প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। শুক্রবার(১৬ ফেব্রুয়ারী) ঢাকার শের-ই-বাংলা নগর আদর্শ মহিলা কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ এবং পুরাতন জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর (২০২৩ সালের) নির্বাচনে বেসরকারিভাবে ড. আরেফিন-ববী প্যানেল সবকটি পদে বিপুল ভোটের ব্যাবধানে জয় লাভ করে।
কমিটির নির্বাচিতরা হলোঃ সভাপতি পদে অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, সহ-সভাপতি (এডমিন) রেজাউল করিম, সহ-সভাপতি (ফিন্যান্স) অধ্যাপক মোঃ আব্দুল বাছেত, সহ-সভাপতি (একাডেমিক) মোঃ জয়নাল আবেদীন, মহাসচিব পদে এলিন ববি, যুগ্ম-সচিব (এডমিন) শরিফুল আনোয়ার, যুগ্ম-সচিব (ফিন্যান্স) মোঃ জারাফাত ইসলাম, যুগ্ম-সচিব (একাডেমিক) প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ, কোষাধ্যক্ষ মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ। এছাড়া কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন,মোঃ হাসিব সুলতান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আসাদ-উজ-জামান, মোঃ মেহেদী হাসান, হাসান-আল-মনসুর, মোহাম্মদ হেদায়েতুল হাসান, মো: ওমর সিদ্দিক, মোঃ ওয়াহিদ মুরাদ, আলমগীর আহমেদ,শেখ হুমায়ুন কবির,নিমাই চন্দ্র মন্ডল, খোন্দকর মনোয়ার হোসেন, মুঃ আবু ফুয়াদ,মোঃ তানভিদুল ইসলাম,মোঃ মাহফুজ ইসলাম, মোঃ আমিমুল ইহসান,মোঃ মোজাহারুল ইসলাম, মোঃ রাশেদ আজাদ চৌধুরী, মোঃ মারুফ হোসেন,অজয় কর,এস, এম, সাজ্জাদ হোসেন,মোহাম্মদ শফিউদ্দিন,এস. এম. পারভেজ রানা,বায়েজীদ হাসান ভূঞাঁ, সবুজ দাশ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply