কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সহায়তা বরাদ্দের আওতায় মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও প্রান্তিক চাষিদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) শুয়াগ্রাম ইউনিয়নের ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বসে ৮৫জন মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ১০০জন প্রান্তিক চাষির মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন বিতরণ করেন।
সংরক্ষিত মহিলা সদস্য শ্রীমতী মায়া পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, ইউপি সদস্য অমল মধু, শুয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply