কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাংকার গ্রাহক সম্পর্ক ও সেবা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
বিকেবি গোপালগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মুহম্মদ মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন , কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার শিকদার, বিকেবি কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক কৃপাসিন্ধু বিশ্বাস, রাধাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আনিচুর রহমান, চৌধুরী হাট শাখার ব্যবস্থাপক পল্টন দত্ত, গ্রাহক গোলাম মোস্তফা, মোঃ মিরাজ হোসেন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ খোরশেদ আলম বলেন, ব্যাংকিং সেবা গ্রাহকদের দৌরগোড়ায় পৌছে দিতেই আমরা এ মতবিনিময় সভার আয়োজন করেছি। বাংলাদেশ কৃষি ব্যাংক সেবার মাধ্যমে গ্রাহকদের কাছে তার সুনাম ধরে রেখেছে। এ উপজেলায় আমাদের ব্যাংকের পক্ষ থেকে কৃষি, মৎস্য ও গবাদি সেক্টরে ১ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ প্রদান করেছে। আমাদের এ সকল সেক্টরে এই ঋণদান কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply