কালের খবরঃ
বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স আদায়ে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কর মেলা। ইউনিয়ন পর্যায়ে এমন কর মেলা গোপালগঞ্জে এটাই প্রথম বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলা উপলক্ষে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে গোবরা ইউনিয়নের সোবাহান সড়কের অস্থায়ী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান,জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক আজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দিন, গোবরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী প্রমূখ।মেলায় ১২টি স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে ইউনিয়নবাসী তাদের বাৎসরিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবেন। মেলা চলবে আগামী ১০ফেব্রুয়ারী শনিবার বিকাল পর্যন্ত।মেলার আয়োজকরা আশা করছেন ৩দিন ব্যাপী আয়োজিত মেলায় ৯০/৯৫ শতাংশ কর আদায় হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply