কোটালীপাড়া প্রতিনিধিঃ
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গরবার ( ৩০ জানুয়ারি) থেকে শিল্পকলা একাডেমি চত্বরে ২দিন ব্যাপী এ বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২দিন ব্যাপী এ বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ বিজ্ঞান মেলায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply