কোটালীপাড়া প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২১-২২অর্থ বছরের লক্ষমাত্রা অনুযায়ী বঙ্গবন্ধুর স্বপ্ন দারিদ্র্য মুক্ত সোনার বাংলা বিনির্মানে বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জুন)গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্মিত বাপার্ড হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারটি উদ্বোধন করেন।
বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাপার্ডের পরিচালক ড. মোঃ আলমগীর হোসেন, কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজ্জাম্মেল হক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাশ বক্তব্য রাখেন।
বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম বলেন, গবেষনা ও প্রশিক্ষণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে বাপার্ড। এই প্রতিষ্ঠানটি বর্তমানে একটি আন্তর্জাতিক আধুনিক মানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত ১৬জুন মাননীয় প্রধানমন্ত্রী বাপার্ড উদ্বোধন করেছেন। আমরা আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্ন দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে পারি সে লক্ষ্যেই এই সেমিনারের আয়োজন করা হয়ে
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply