কালের খবরঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানির প্রতিনিধিগণকে লাঞ্চিত ও হেনস্তার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।বুধবার (২৯ জুন) সকাল ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশনের গোপালগঞ্জ শাখার সভাপতি শামীম আল মাসুম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তরুন, ফয়সাল জুবায়েরসহ অনেকে বক্তব্য রাখেন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানির প্রতিনিধিগণকে লাঞ্চিত ও হেনস্তার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দোষীদের দ্রুত শাস্তির দাবী জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply