টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
ঢাকা-০৪ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আওলাদ হোসেন বলেছেন, আমার এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমার এলাকা একটি অবহেলিত এলাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের এমন কোন বিভাগ নেই যে প্রধানমন্ত্রী উন্নয়ন করেননি। কিন্তু ঢাকা-০৪ আসনটি মহানগরীর একটি অংশ, তারপরেও আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নের ছিটেফোটাও পাইনি। আমার আসনে ১০ লক্ষ লোকের বসবাস। কিন্তু চিকিৎসার জন্য হাসপাতাল নেই, লেখাপড়ার জন্য কলেজ নেই, আমার এলাকায় চুলায় গ্যাস নেই, ওয়াসার পানিতে ময়লা, খেলাধূলার মাঠ নেই, সবগুলোই আমাদের এলাকার সমস্যা।
শনিবার (২৭ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।সংসদ সদস্য আরো বলেন, এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে সমাধান করতে চাই। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। এসব সমস্যা সমাধানে ইতিমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি।
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আওলাদ হোসেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে ঘুরে দেখেন। এসময় ঢাকা-০৪ আসনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply