 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ৯ বছরের শিশু নন্দিনী বিশ্বাসকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা মামলার আসামি কৃষ্ণ বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর রাতে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে, উপজেলার জলিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করে। পরে (শুক্রবার)গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে নন্দিনী বিশ্বাস নামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে শিশুর পিতা বিজন বিশ্বাস বাদী হয়ে কৃষ্ণ বরকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য ২১ জানুয়ারী রবিবার বেলা ১১টার সময় ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে ৯ বছরের শিশু নন্দিনী বিশ্বাসকে ধর্ষণের পরে নির্মমভাবে হত্যা করে কৃষ্ণ বর ।
 
                                Design & Developed By: JM IT SOLUTION