কালের খবরঃ
সারা দেশের মত গোপালগঞ্জের বাজারেও বৃদ্ধি পয়েছে চালের দাম। নির্বাচন পরবর্তি সময় থেকে চালের বাজার গরম হতে থাকে। প্রকার ভেদে পাইকারী বাজারে ৪/৫টাকা। আর খুচরা বাজারে ৬/৭টাকা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) গোপালগঞ্জের চাউল বাজার ঘুরে দেখা গেছে নির্বাচনের আগে পাইকারী বাজারে মধ্যম মানের ২৫কেজি ওজনের মিনিকেট চালের দাম ছিল ১হাজার ৪৫০টাকা ছিল। সেই চাল নির্বাচনের পর বৃদ্ধি পেয়ে হয়েছে ১হাজার ৬৫০টাকা। বাসমতি ছিল ১হাজার ৬০০টাকা। সেটি এখন ১হাজার ৭২৫টাকা। নাজিরশাল মর্ধ্যম মানের ১হাজার ৬০০টাকা। সেটা বেড়ে দাড়িয়েছে ১হাজার ৭০০টাকা। ভালো মানের নাজিরশাল ১হাজার ৭৫০ টাকার স্থলে ১হাজার ৮৫০টাকা। আর খুচরা বাজারে প্রতি কেজি চাল ৬/৭টাকা বৃদ্ধিতে বিক্রি করছে ব্যবসায়ীরা।
গোপালগঞ্জ চাউল বাজারে কথা হয় শহরের নবীনবাগ এলাকার বাসিন্দা একরামুল কবীরের সঙ্গে । তিনি বলেন নির্বাচনের আগে যে চাল পনেরশ টাকায় কিনেছি। সেই চাল এক সপ্তাহের ব্যবধানে সাড়ে ষোলশ টাকায় কিনতে হলো। এভাবে দাম বাড়লে বেচে থাকা কষ্ট হয়ে দাড়াবে।
খুচরা চাল ব্যবসায়ী অনুপ সাহা বলেন, পাইকারী মার্কেটে চালের দাম বেশী। আমরা যে দামে কিনি তার থেকে ১/২টাকা বেশীতে বিক্রি করি। দাম বেশী নেয়ার কোন সুযোগ ইেন। যেমন কেনা তেমন বিক্রি।
পাইকারী চাল ব্যবসায়ী মৃণাল কান্তি সাহা বলেন,মোকামে চালের দাম বেড়েছে। আমারা যেভাবে কিনে আনছি সামান্য লাভে সেই ভাবে আবার ছেড়ে দিচ্ছি। মোকামে দাম কমলে আমাদের এখানেও কম হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply