কালের খবরঃ
দ্রুতগতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন সোহাগ মোল্লা ( ৩৫) নামে এক ট্রাক চালক। গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের উপর যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাক চালক সোহাগ মোল্লা মারাত্নক হন।
তাকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া চরপাড়াগ্রামের শহিদুল মোল্লার ছেলে। মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি থেকে“টুঙ্গিপাড়া এক্সপ্রেস”-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে
মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। এতে মারাত্মক আহত হয় ট্রাক চালক।তাকে সাথে সাথে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়কের দুইপাশে প্রায় ১ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply