কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেস্টা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান টিটুর পক্ষ থেকে ১হাজার দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামে হাবিবুর রহমান টিটুর বাড়িতে বসে এসব কম্বল বিতরণ করা হয়।
হাবিবুর রহমান টিটুর মা সমাজসেবিকা হালিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় অপরাজেয় বাংলার সদস্য সচিব মিলু এইচ রহমান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন হাওলাদার লিটু, ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার বলেন, ব্যবসায়ী হাবিবুর রহমান টিটু আমার চাচাতো ভাই। সে প্রতিবছরই শীতের সময় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। এরই অংশ হিসেবে এবছরও কম্বল বিতরণ করলো। আশা করছি আগামীতেও তার এই কর্মকান্ড অব্যাহত রাখবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply