কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে হাই ভোল্টেজ ম্যাচে ১০ জনের দল নিয়েও কর্নেলিয়াস স্টুয়ার্টের একমাত্র গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।
অাজ শুক্রবার বিকাল পৌনে তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয় ঢাকা আবাহনী লিমিটেড। খেলার প্রথমার্ধের শুরুতেই দু’দল আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে সহজ সুযোগ মিসের মহড়ায় স্বাগতিক দর্শকের হতাশায় ডোবায় দু’দল। তবে ম্যাচের ৩৮ মিনিটে বড় ধাক্কা খায় আবাহনী। প্রতিপক্ষে খেলোয়াড়কে মারাত্মক ফাউল করায় রিয়াদুল হাসান রাফিকে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় আবাহনী। তবে গোল মিস করায় স্কোর শূন্য রেখে বিরতিতে যায় দু’দল।
খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। তবে খেলার থেকে শারীরিক ভাষা প্রকাশে মনোযোগ ছিল দু’দলের খেলোয়াড়দের। এ অর্ধেও সহজ সুযোগ নষ্টের মহড়ায় ড্র-এর দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। তবে খেলার নির্ধারিত সময়ের শেষ মূহূর্তে ৮৮ মিনিটে ফার্নান্দেজের সহায়তায় কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করলে এগিয়ে যায় আবাহনী। তবে আর কোন গোল না হওয়ায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।এ খেলা শেষে ৩ ম্যাচে ১টি করে জয়, ড্র ও পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে ঢাকা আবাহনী আর সমান ম্যাচে ১ জয় আর ২ পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বারে শেখ জামাল।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply