কালের খবরঃ
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি প্রথমে ফুল দিয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে করা হয়।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপিস্থত ছিলেন।
অপরদিকে, দিবসটি উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে পৃথকভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানায় বশেমুরবিপ্রবি ছাত্রনেতৃবৃন্দ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উৎযাপন কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল আসাদ, কৃষি অনুষদের ডিন ড. মো. নাজমুল হক শাহীন, পরীক্ষা নিয়ন্ত্রক ও অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক এস এম গোলাম হায়দার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শরাফত আলী, কর্মচারী সমিতির সভাপতি মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
(১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দি থাকার পর ১৯৭২ সালের এই দিন বেলা ১টা ৪১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। যার মধ্য দিয়ে বাঙালি জাতির বিজয় পূর্ণতা পায়। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply