কালের খবরঃ
গোপালগঞ্জ-২ (সংসদীয় আসন-২১৬)আসনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছে। এ নিয়ে ৯ম বারের মতো তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার সাথে প্রতিদ্বন্দ্বীতা করা সকল প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসন থেকে শেখ ফজলুল করিম সেলিম-সহ ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
এ আসন থেকে শেখ ফজলুল করিম সেলিম নৌকা প্রতীকে ২ লক্ষ ৯৫ হাজার ২৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী শাহীন (লাঙ্গল) পেয়েছে এক হাজার ৫১৪ ভোট।
এছাড়া স্বতন্ত্র মো. আমিনুল হাসান শাহীন (রকেট) পেয়েছেন ৩৭০ ভোট, তৃণমূল বিএনপি’র মো. জামালউদ্দিন শেখ (সোনালী আঁশ) পেয়েছেন ৫৪৫ ভোট, জাসদের মো. ফুল মিয়া মোল্লা (মশাল) পেয়েছেন ৬২২ ভোট, মুক্তিজোটের মো. মামুনুর রশিদ (ছড়ি) পেয়েছেন ২১১ ভোট।
এ আসনে মোট ভোট ছিলো ৩লক্ষ ৬০ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৩ লক্ষ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট এক হাজার ৪৮২টি ভোট বাতিল হয়েছে। এ আসনে শতকরা ৮৩.২০ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটাণিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply