কোটালীপাড়া প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমনন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২ জানুয়ারি)রাতে কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুন্সী আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, বিমলেন্দু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী নাসির উদ্দিন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক নুর আলম হাজরা, ইউপি চেয়াম্যান রাফেজা বেগম, তুষার মধু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরুসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে কাজী আকরাম উদ্দিন আহমেদ ও শহীদ উল্লা খন্দকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা করেছেন।
ঘাঘর বাজারের প্রবীন ব্যবসায়ী যশোদা জীবন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, আব্দুল খালেক হাওলাদার, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ব্যবসায়ী সিরাজুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুন বক্তব্য রাখেন। মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। করোনাকালীন সময়ে ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মূখিন হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা দিয়ে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দিয়েছেন।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের কোথাও এখন আর কোন ফেরি নাই। যোগাযোগ ক্ষেত্রে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়নের কারনে ব্যবসায়ীরা দ্রæত সময়ের মধ্যে পণ্য আনা- নেওয়া করতে পারে। যার কারনে ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। তাই এই ব্যবসাবান্ধব সরকার কে আবার ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য সকলকে আহবান জানাচ্ছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply