কালের খবরঃ
গোপালগঞ্জে কম্বল বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম।সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জুলফিকার আলী, টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক শিলা সাহা, গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন বনানী, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সহায়তা প্রদান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিন, প্রবেশন অফিসার আলামিন মোল্লা সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ২০ জন দুস্থ ও অসহায় পুরুষ ও নারীর হাতে কম্বল তুলে দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply