কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন যুবলীগ নেতা ও কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহন মিয়া।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মোহন মিয়া উপজেলার উত্তরপাড়া, বলুহার, সিকিরবাজার, রতাল, পশ্চিমপাড়সহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, সহ-প্রচার সম্পাদক কামাল হোসেন শেখ, সদস্য খায়রুল ্ইসলাম রিপন, জেলা পরিষদ সদস্য শ্রাবনী খানম, কাউন্সিলর আশরাফুজ্জামান ঝন্টু, আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন মোল্লা, ইদ্রিস শেখ, জামাল মিয়াসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।
যুবলীগ নেতা ও কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহন মিয়া বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসন থেকে অষ্টম বারের মতো প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর আগে তিনি এই আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিঁনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোটালীপাড়াসহ সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আমরা সকলে আগামী ৭জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply