কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে কৃষক লীগ নেতা মোস্তফা কামাল উপজেলার কান্দি, ধারাবাশাইল ও ঘাঘর বাজারে গণসংযোগ করেন।
এ সময় ব্যবসায়ীক ও দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এদিকে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তার ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় গণসংযোগ করেছেন।
কৃষক লীগ নেতা মোঃ মোস্তফা কামাল ও ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে ১৯৮৬সাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। এখানের নেতা-কর্মীরাই তাঁর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালায়। এরই অংশ হিসেবে এখানের নেতা-কর্মীরা প্রতি দিনই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও উপজেলার পিঞ্জুরী, কান্দি, কুশলা, হিরণ, বান্ধাবাড়ি, রাধাগঞ্জ, কলাবাড়ি, সাদুল্লাপুর, শুয়াগ্রাম ও পৌরসভায় দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উঠান বৈঠক ও পথসভা করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply