মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

ঘন কুয়াশার চাদরে ঢাকা গোপালগঞ্জ। শ্রমজীবীদের দুর্দশা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২.০০ পিএম
  • ১০৫ Time View

কালের খবরঃ

ঘন কুয়াশার চাদরে  ঢাকা পড়েছে গোপালগঞ্জ । শনিবার ও রবিবার (২৩/২৪ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান বোঝা যায়নি।এছাড়া কাজে বের হওয়া শ্রমজীবী লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় মাফলার, চাদর ও হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার শীতলবাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও চাঁদর ও মাস্ক ব্যবহার করছেন। অনেককে আবার রাস্তার পাশে কগজদিয়ে আগুন জ্বালিয়ে শূক নিবারন করতে দেখা গেছে।

এদিকে, কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সড়ক-মহাসড়কগুলোতে দিনে দুপুরেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। জমি শুকিয়া যাওয়ার কারনে ঠান্ডা ও কুয়াশার উপেক্ষা করে কিছু কৃষককে জমিতে কাজ করতে দেখা গেলেও অধিকাংশ কৃষক জমিতে নামতে পরছে না।কৃষি বিভাগ বলছে ঘনকুয়াশা এভাবে স্থায়ী হলে বোরো বীজতলা ও শাকসবজির উপর প্রভাব পড়বে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসার আবু সুফিয়ান  জানিয়েছেন, চলতি শীত মৌসুমের মধ্যে গোপালগঞ্জে গতকাল শনিবার ও রবিবার সবচেয়ে বেশি কুয়াশা পড়ছে এবং তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রী সেলসিয়াস।  এটি আগামীকাল সোমবার পর্যন্ত স্থায়ী হওয়ার কথা।  তবে দুপুর ১২/১টার দিকে সূর্য দৃশ্যমান হবে এবং কুয়াশা কেটে যাবে। আর সূর্য না ওঠার কারনে জেলার তাপমাত্রা একটু কম হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION