কালের খবরঃ
গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম এম.পি তাঁর নির্বাচনী এলাকা নির্বাচনী জনসভা করে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। নৌকা প্রতিক উন্নয়নের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাকে এই আসন থেকে ৮বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন।এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
তিনি বৃহস্পতিবার(২১ ডিসেম্বর)বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন।জনসভায় ওই এলাকার হাজার হজার মানুষের সমাগম ঘটে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়ন জমার পর এটাই তার প্রথম জনসভা। আগামীকাল শুক্রবার(২২ ডিসেম্বর) সকালে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হবেন এবং বিকেলে সদর উপজেলার কাঠি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য রাখবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply