কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ফেরধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয় ও ছিন্নমূল প্রাথমিক বিদ্যালয়ের ৬শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপজেলার ফেরধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বসে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখ তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি শিক্ষার্থীকে ৪টি করে খাতা, কলম, পেন্সির ও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণির ৩জন করে মেধাবী শিক্ষার্থীর মাঝে একটি করে মগ বিতরণ করেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, ফেরধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সরকার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মধু সূদন দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply