কালের খবরঃ
দেশ ও জাতির মঙ্গল কামনায় গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনীন কালীবাড়িতে অনুষ্ঠিত হয় ৫৬ প্রহর ব্যাপি (৭দিন) মহানামযজ্ঞ অনুষ্ঠান। খাটরা সার্বজনীন কালীবাড়ি মন্দির অঙ্গনে বুধবার (১০ ডিমেম্বর ) থেকে শুরু হয় অখন্ড মহানামযঞ্জ অনুষ্ঠান। অনুষ্ঠান চলে শনিবার (১৬ ডিসেম্বর)ভোর পর্যন্ত।৫৬ প্রহর ব্যাপী মহানামযঞ্জ অনুষ্ঠানে মাদারীপুর,সিরাজগঞ্জ,নড়াইল ও গোপালগঞ্জের ৮ টি কির্তনীয়াদল গান পরিবেশন করেন। এ মহানামযঞ্জ অনুষ্ঠান শুনতে খাটরা সার্বজনীন কালীবাড়ি মন্দির অঙ্গনে বিভিন্ন এলাথেকে শতশত ভক্তানুরাগীদের আগমনে ধর্মীয় পরিবেশ সৃষ্ঠি হয়।এ উপলক্ষে কালিবাড়ির সামনে মেলা বসেছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply