কালের খবরঃ
গোপালগঞ্জে আন্তঃস্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অুনষ্ঠান সম্পন্ন করা হয়েছে।জেলা ক্রীড়া অফিস গোপালগঞ্জ এর আয়োজনে এই প্রতিযোগীতা বুধবার(১৩ ডিসেম্বর)দিনব্যাপী গোপালগঞ্জ সুইমিংপুল এন্ড জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।এদিন বিকেলে প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সিনিয়র ব্যাডমিন্টন কোচ,এস এম জাহিদ হোসেন কচি,বাংলাদেশ কাবাডি ও এ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান মানি,জেলা ফুটবল এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক,শফিক আহমেদ ডিটু বক্তব্য রাখেন।বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রতিযোগীতা চলে। প্রতিযোগীতায় বালক –বালিকা মিলে ৪ টি বিভাগে জেলার ১২ টি বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগীতা শেষে টুর্নামেন্টে অংশ নেয়া বিভিন্ন বিভাগের মোট ২৪ জন প্রতিযোগী পুরস্কার গ্রহন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply