কালের খবরঃ
গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) গোপালগঞ্জ পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় পৌর মেয়র শেখ রকিব হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার নিপা বেপারী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এরআগে সকাল থেকেই শহরের বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।এবার গোপালগঞ্জে ৫ বছরের নীচে ১ লাখ ৮৬ হাজার ১৩৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ০৬-১১ মাস বয়সের ২৫ হাজার ৭০৭ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ৬০ হাজার ৪২৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।এজন্য জেলায় ৭ টি স্থায়ী ও ১ হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ক্যাম্পেইনে ২১১ জন স্বাস্থ্য সহকারী ২৪৬ জন পরিবার কল্যাণ সহকারী,১৮২ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রম পরিচালনা করছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply