কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।জেলা ক্রীড়া অফিস গোপালগঞ্জ এই উৎসবের আয়োজন করে।সোমবার (১১ ডিসেম্বের)সকালে স্থানীয় শেখ ফজলুলহক মণি স্টেডিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন।ডিডিএলজি মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী, জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান, সাবেক ফুটলার আব্দুল মান্নান মানি,বর্ণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক পবিত্র কুমার বিশ্বাস সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।উৎসবে আগত শিশুরা নাচ. গান, আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টের খেলা আংগ্রহণ করে। পরে প্রতিযোগীতায় অংশ নেয়া শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply