ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গোপালগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়। বুধবার গুড়িগুড়ি ও বৃহস্পতিবার ( ৬/৭ ডিসেম্বর) কাল থেকে চলে বিরতিহীন ভাবে। দিনভর বৃষ্টির প্রভাবে গোপালগঞ্জে বোরো বীজতলাসহ ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও কৃষি সংশ্লিষ্ট পরিবার।তবে কৃষি অফিস বলছে যেটুকু বৃষ্টি হয়েছে তাতে বীজতলা বা ফসলের ক্ষতি এখনই নির্ণয় করা যাবে না। শুক্রবার ( ৮ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী, রঘুনাথপুর,সিলনা,চেচানিয়াকান্দি, ভেন্নবাড়িসহ বিভিন্ন গ্রামঘুরে দেখা গেছে, কৃষকরা বোরো বীজতলা রক্ষা করতে পানি সেচ দিচ্ছেন।কেউ কেউ বীজতলার বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন।এসব কৃষকরা জানিয়েছেন শাকসবজির ক্ষতি না হলেও ধানবীজ তলার ব্যাপক ক্ষতি হবে।বৃষ্টির কারনে জমি চাষাবাদে দেরি হবে।আর চাষাবাদ সময়মত করতে না পারলে ফসল উৎপাদনও কমে আসবে।কৃষি অফিসের তথ্য মতে গোপালগঞ্জের মাঠে রয়েছে গম, বিভিন্ন ধরনে ডাল,সরিষা,ভূট্রাসহ শীতকালিন শাকসবজি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply