কালের খবরঃ
শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানিবক বাংলাদেশ-গণ জাগরণের সাংস্কৃতিক উৎসব গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ উৎসবের আয়োজন করে।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একডেমির হল রুমে অনুষ্ঠিত গণ জাগরণের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আজাহারুল ইসলাম। এসময় জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি রাখাল ঠাকুর, যুগ্ম সাধারন সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান দিপু, জেলা কালচারাল কর্মকর্তা ফারহান কবীর সিফাত বক্তব্য রাখেন।
উৎসব শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে । এ উৎসবে জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের এবং উপজেলার শিল্পীরা নাচ ও গান পরিবেশন এবং কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিমনা দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply