কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপলগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে নিশিদ্ধ চায়না ও সুতিজাল উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার ও আজ বুধবার দিনব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়। দুইদিনে প্রায় দশ লাখ টাকার নিশিদ্ধ চায়না জাল আটক ও ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।মৎস্য অফিস সূত্রে জানাগেছে, মৎস্য বিভাগের পক্ষে কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসার রাজীব রায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারুলিয়া ইউনিয়নের সোনাডাংগা ব্রিজের আশেপাশের বিলে অভিযান চালিয়।
এ সময়ে দুই শতাধিক চায়না জাল এবং বুধবার সকাল থেকে মহেশপুর ইউনিয়নের বালুগ্রাম এলাকায় কুমার নদীতে অভিযান চালিয়ে শতাধিক চায়না চাল আটক করে। এ সময়ে নদীতে বে-আইনী একটি বড় ধরনের সুতিজাল উচ্ছেদ ও ধ্বংস করা হয়। কাশিয়ানী থানা পুলিশের সহযোগীতা নিয়ে এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়। তিনি জানান, দুই দিনের অভিযানে প্রায় দশ লক্ষ টাকার নিশিদ্ধ জাল আটক ও আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply