কালের খবরঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।বুধবার( ১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় মিছিলটি বের করা হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমের নেতৃত্বে মিছিলটি আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে মিছিলটি শেষ হয়।সেখানে এক সংক্ষিত সমাবেশে জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান,সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তরা আগামী নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এসব কর্মসূচীতে আওয়ামীলীগসহ সংযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এছাড়া জেলার মুকসুদপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলায়ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply