টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ( ১৩ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ কুশলী এলাকার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ কুশলী গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৩২) ও গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের মোশারফ ফকিরের ছেলে মাসুদ ফকির (৪০)।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খন্দকার আমিনুর রহমান বলেন, সোমবার রাতে হঠাৎ খবর আসে দক্ষিণ কুশলী এলাকার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে। তখন পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যেতে চেষ্টা করে। তখন তাদের ধরে তল্লাশি করলে নাজমুলের লুঙ্গির কোচর থেকে ১শ গ্রাম ও মাসুদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply