
কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ী চাপায় অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় এই দুর্ঘটনা ঘটে।নিহতের নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
কাশিয়ানীর ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসী সড়কে লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।ধারনা করা হচ্ছে সকালে রাস্তা পারাপারের সময় কোন একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, লাশের পরিচয় জানার জন্য গোপালগঞ্জ পিবিআই পুলিশকে দিয়ে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। পরিচয় জানাগেলে পরিবারের সাথে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION