কালের খবরঃ
গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলায় নব-নিযুক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমান। তিনি উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জেলা সদরসহ পাঁচ উপজেলার ৬৭ টি ইউনিয়নের স্বাস্থ্য ব্যবস্থার খোঁজখবর নেন। সিভিল সার্জন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকসমূহ পরিদর্শন করে সেসব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সেবার মান বৃদ্ধি করে জেলার স্বাস্থ্যসেবায় আমুল পরিবর্তন করার আশ্বাস দেন।
বুধবার (৮ নভেম্বর)সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মেডিকেল অফিসার ডাঃ সাকিবুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, এস এম হুমায়ুন কবীর, এস এম নজরুল ইসলাম, একরামূল কবীর, , সঞ্জয় কুমার বিশ্বসসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সিভিল সার্জন অফিসের চিকিৎসকগণ ও গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply