কোটালীপাড়া প্রতিনিধিঃ
কোটালীপাড়া উপজেলার শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের সরকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদারকে সভাপতি ও সরকারি শেখ রাসেল কলেজের সহকারী অধ্যাপক সুব্রত হাজরাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে বসে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক আলী আশরাফ, প্রভাষক আশুতোষ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মিন্টু রায়, প্রভাষক মোহাম্মদ কুদ্দুসুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক বীরেন্দ্রনাথ হালদার, কোষাধক্ষ প্রভাষক বুলবুল ইসলাম, সহকোষাধক্ষ প্রভাষক ইতি বাড়ৈ, দপ্তর সম্পাদক প্রভাষক মনোজ বৈদ্য, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক শিখা গাইন, সহমহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক তৃষ্ণা মজুমদার, সদস্য প্রভাষক অধীর কুমার গাইন, প্রভাষক বিকাশ চন্দ্র বিশ্বাস, প্রভাষক গৌরাঙ্গ রায়, প্রভাষক চিন্ময় অধিকারী, প্রভাষক সুকেশ হালদার, প্রভাষক নীহার মন্ডল, প্রভাষক মিতালী চৌধুরী।
কমিটির গঠনের আগে শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক নিহার রঞ্জন বিশ্বাস। আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলার শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয় ও সরকারি শেখ রাসেল কলেজের সিনিয়র শিক্ষকগণ বক্তব্য রাখেন।
আলোচনা সভা থেকে ২০১৮ সালের বিধি সংশোধন করে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ শিক্ষকদের পূর্বের বেতন ভাতা দেওয়াসহ ক্যাডারভূক্ত করার জন্য জোর দাবি জানানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply