
কালের খবরঃ
শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে কমিউনিটি পুলিশং ডে পালিত হয়েছে। জেলা পুলিশ এ কর্মসূচী পালন করে।
“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য নিয়ে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলী আফিফা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে পুলিশ লাইন্স সেডে কেক কাটা হয়। পরে সেখানে পুলিশ সুপার আলবেলী আফিফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র আশ্রাফুল আলম শিমুল, কমিউনিটি পুলিশিং এর সভাপতি খোন্দকার এহিয়া খালেদ সাদি বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে পুলিশ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মানুষ অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION