কালের খবরঃ
বর্তমান যুগে কমবেশি সবাই ফ্যাশন সচেতন। সবারই চেষ্টা পোশাকে ভিন্নতা, নিজেকে ও পরিবারকে পরিপাটি করে রাখা। তাই আলাদা ডিজাইন খুঁজে পেতে নারীরা এদিক থেকে বেশ এগিয়ে। তেমনি মানসম্মত একটি আউটলেট শুরু হয়েছে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বঙ্গবন্ধু সড়কে। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই শোরুমটির উদ্বোধন করলেন। বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়।
জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয় থেকে প্রশিক্ষণ নেয়া নারীদের তৈরী বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিচ, নকশীকাঁথা, বিছানাচাঁদর, শিশুদের পাঞ্জাবী, ওয়ালমেট সহ হাতে সেলাই করা নানান পন্য এই প্রতিষ্ঠানে স্থান পেয়েছে। শোরুমটির নাম দেয়া হয়েছে “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’।
এই সেন্টারটি ১০জন নারী উদ্যোক্তা দিয়ে করা হয়েছে। এখনে যে লাভ হবে তার দশ শতাংশ টাকা সরকারের কোষাগারে জমা দিতে হবে। আর বাকী লাভের টাকা কর্মচারীদের বেতন বাদে সমান ভাগে ভাগ হবে। এর প্রধান উদ্যোক্তা রয়েছেন ডিজাইনার নাদিরা বেগম।
মহিলা বিষয়ক অধিদপ্তর এসব উদ্যোক্তা নারীদের দিয়ে ব্যবসায়ীকভাবে শুরু হওয়া প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক দেখভাল করবে মহিলা বিষয়ক অধিদপ্তর। আর জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, উদ্যোক্তা নারীরা যাতে এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে সেজন্য সবার এগিয়ে আসা দরকার।
বিশেষ করে তাদের তৈরী বিভিন্ন পন্য বেশ উন্নতমানের। ব্যাবসাটি সফলতা পেলে অন্যযারা বেকার আছেন তারা উৎসাহ পাবেন। এক সময় বেকাররা নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃস্টি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। এদিন তিনি নতুন এই প্রতিষ্ঠান ঘুরে থেকে তিনটি শাড়ি কিনে নেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করেন।
এসময় মহিলা অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের উপ-পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর শাহীনুর আক্তার, সহকারী কমিশনার রন্টি পোদ্দার, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply