কালের খবরঃ
গোপালগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি। রবিবার (২৯ অক্টোবর)সকাল থেকে অন্যান্য দিনের মত আজও স্বাভাবিকভাবে যানবাহন চলচল করেছে। জেলা ও উপজেলা সদরের সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলাছিল। ব্যাংক বীমা বা অফিস আদালতের কার্যক্রম ছিল স্বাভাবিক। জেলার অভ্যন্তরীন রাস্তায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে গোপালগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস ছেড়ে গেলেও সংখ্যায় ছিল কম।
অপরদিকে, আওয়ামী লীগের পক্ষে জেলা ও উপজেলা সদরে হরতাল বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সিদ্দিকী সিকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম কবীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিকদারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply