কালের খবরঃ
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আধুনিক ব্লাড ব্যাংক স্থাপিত হচ্ছে। সব মালামাল ইতোমধ্যে রেড ক্রিসেন্ট অফিসে এসে পৌছে গেছে। বর্তমান অফিসের নিচ তলায় এই ব্লাড ব্যাংক স্পাপন করা হয়েছে।রুম সংকটের কারনে এরই মধ্যে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট অফিস দ্বিতল ভবন থেকে তিন তলায় রুপান্তর করার কাজ শুরু হয়েছে। বুধবার(১৮ অক্টোবর)বিকেলে তিন তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহববুল আলম।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ শাখার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ মুন্সী আতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান হাসমত আলি সিকদার চুন্নু, সেক্রেটারী সিকদার নূর মোহাম্মেদ দুলু প্রমূখ বক্তব্য রাখেন। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় ২০লাখ টাকা ব্যয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির এই তিন তলার নির্মান কাজ শুরু হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply