কালের খবরঃ
হাজার হাজার মুসল্লির অংশগ্রহনে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্রোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জ জেলা সদরে বিক্ষোভ সমাবেশ-মিছিল ও মানববন্ধন এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মঙ্গলবার(১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষার্থী- শিক্ষক ও সাধারন মুসল্লিরা একত্রিত হয়ে এই বিক্ষোভ সমাবেশ-মিছিল ও মানববন্ধনে যোগ দেন। টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা কওমি মাদ্রাসা বোর্ডের আওতাধীন বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুফতি রুহুল আমিন, মাওলানা শামচুল হক, মুফতি নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওরানা নুরুল হক, মুফতি মাকসুদুল হক প্রমূখ। তারা অনতিবিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্রোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানান ও ঘটনার সাথে জড়িতদের কুশপুত্তলিকা তৈরী করে আগুন দিয়ে পুড়িয়েদেয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply