কালের খবরঃ
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গোপালগঞ্জে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ শহরের শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই কর্মসূচীর উদ্বোধন করেন।
“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন, এই স্লোগানকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে রবিবার“৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরতা ছাত্রী” এবং “১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমানের সভপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম চৌধুরী, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাকিবুর রহমান সহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের এইচপিভি টিকা কার্যক্রম শুরু হয়।এদিন শহরের বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেক মুমতাহিনা গল্পকে টিকা দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে দুপুর তিনটা পর্যন্ত শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। প্রথম দিনে ১৪৩টি কেন্দ্রে মোট ৬হাজার ৮৫২ জনকে টিকা দেয়া হয়।পর্যায়ক্রমে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচী চলবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply