টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এতিম শিশুদের পাঠদান করালেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. খাইরুল আলম সেখ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে তিনি পুনর্বাসন কেন্দ্রে গিয়ে এতিম শিশুদের সুযোগ সুবিধা ও পড়াশোনার খোঁজখবর নেন।
এসময় সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, মৃত্যু সহ তার স্মৃতি বিজড়িত স্থান ও রাজনৈতিক কর্মকা- সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের মধ্যে বিস্তারিতভাবে সঠিকভাবে বলতে না পাড়ায় জাতির পিতার সম্পর্কে পাঠদান করান তিনি। পরে সচিব শিশু শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরন করেন।
পুনর্বাসন কেন্দ্রের জেসমিন, মরিয়াম, আফিফা সহ কয়েকজন শিশু শিক্ষার্থীরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে বইতে পড়েছি। কিন্তু হঠাৎ জানতে চাওয়ায় কিছু ভুল হয়েছে। তখন সচিব স্যার আমাদের বঙ্গবন্ধুর সম্পর্কে বিস্তারিত পড়ান। তার কাছ থেকে বঙ্গবন্ধুর সম্পর্কে জেনে আমাদের জ্ঞান আরো বৃদ্ধি পেয়েছে।
এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল মিয়া, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হারুন অর রশিদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডাঃ নাজমুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি এসএম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী সহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এরআগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. খাইরুল আলম সেখ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply