কালের খবরঃ
গোপালগঞ্জে ছেলে সাথে চোখে টর্চের আলো ফেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় বাবা রনজিৎ রায় (৮৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয় তার ছেলে ঝন্টু রায়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মানিকহার মন্দিরের সামনে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে রনজিৎ রায় ও তার ছোট ছেলে ঝন্টুরায়কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ওই এলাকার মিল্টন খা, শীপন খা সহ তার লোকজন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনলে রনজিৎ রায় কে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত ঝন্টু রায়কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত এবং আহতদের দেখতে জেনারেল হাসপাতালে ছুটে যান অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে এব্যাপারে এখন মামলা হয়নি। মামলার প্রস্তৃতি চলছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply