কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটি।বৃহস্পতিবার (১২ অক্টোবর) কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ ১৫ আসস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।এ সময় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply