কালের খবরঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও ফ্রি কাউন্সিলিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে।
“মানসিক স্বাস্থ্য একটি সার্বজনীন মানবাধিকার” এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার(১০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্জ প্রফেসর ড. এ কিউ এম মাহবুব।
মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোসাঃ নাসরিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জীব বিজ্ঞান অনুসদের ডীন ড. মোহাম্মদ আলী খান, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা ড. মোঃ শরাফত আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তাসহ মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি স্টলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি কাউন্সিলিং করা হচ্ছে। যাতে শিক্ষার্থীরা মানসিক সমস্যা কাটিয়ে পাড়াশোনা মনোযোগ দিতে পারে। কেউ যেন মানসিক ডিপ্রেসনে আক্রান্ত হয়ে আত্মহত্যার দিকে ধাবিত না হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply